খেলাধুলা যুবসমাজকে বিপদগামী হওয়া থেকে বিরত রাখে-মোঃ জাহাঙ্গীর আলম
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন খেলাধুলা মানুষের শারিরিক ও মানুষিক বিকাশে কার্যকর ভুমিকা রাখে। তাই লেখা পড়ার পাশাপাশি সুষ্ঠ জাতি গঠনে ছেলে-মেয়েদেরকে খেলা-ধূলায় মোনযোগী হতে হবে। তিনি গতকাল বিকালে সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫ইং এর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমান যুব সমাজের যারা খেলাধুলায় আকৃষ্ট নয়, তারা মাদকাসক্ত, চুরি, ছিনতাই সহ নানা ধরনের সমাজ গর্হিত কাজে লিপ্ত হয়ে পরে। তাই দেশী-বিদেশী ঐহিত্যবাহী খেলা-ধুলায় সম্পৃক্ত হয়ে বিপদগামী হওয়া থেকে বিরত থাকার জন্য যুব সমাজকে তিনি আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগর সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আরিফ উল্লাহ মুন্সী, সারওয়ার জাহান খোকন, সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সোহরাব খান, এলাজত খান, এড. রফিকুল ইসলাম, হারুন মুন্সী, আল আমিন, স্বেচ্ছা সেবকলীগ নেতা মোঃ ইকবাল হোসেন, মোঃ তাজুল ইসলাম মুন্সী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতি সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু মুছা আনসারী। সভা পরিচালনা করেন টুনার্মেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ মোঃ কাউছার। উদ্বোধনী খেলায় কাইতলা ফুটবল একাদশ দুই-শূন্য-গোলে আখাউড়া নুরপুর ফুটবল একাদশকে পরাজিত করে। প্রেস রিলিজ
47