সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মেয়র হেলাল উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ত্রি-বাষির্ক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যর্নিবাহী কমিটির অন্যতম নেতা, বীর মুক্তিযোদ্ধা জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক পদে সাবেক পৌর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার নির্বাচিত হওয়া তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তির এক অভিনন্দন বার্তায় তিনি জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটিতে দ্বিতীয় বারের মত সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, অনান্য বিশেষ অতিথিবৃন্দ এবং জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সহ জেলা আওয়ামীলীগের সকল কাউন্সিলর, ডেলিগেট, জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল সদস্য এবং সকল ভক্ত ও অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেয়র বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠন এবং সন্ত্রাস, দূনীর্তি ও মাদক মুক্ত ব্রাহ্মণবাড়িয়া বির্নিমানে ত্যাগী পরিশ্রমী, যোগ্য নেতৃবৃন্দদেরকে নিয়ে জেলা আওয়ামীলীগের একটি শক্তিশালী কমিটি গঠন করে অতিতের মত ভবিষ্যতেও আমি নিরলস ভাবে কাজ করে যাব। এসময় তিনি আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকে নব নির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে দেশ ও দলের স্বার্থ সুরুক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। বিবৃতিতে মেয়র নব নির্বাচি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের শারিরিক সুস্থতা, দির্ঘায়্যু ও উত্তর উত্তর সাফল্য কামনা করেন।প্রেস বিজ্ঞপ্তি