Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ১-৩ জানুয়ারি কালজয়ী কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ স্মরণে অদ্বৈত মেলা অনুষ্ঠিত হবে

+100%-

আগামী ১-৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা ভাষার অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন উপলক্ষে তিনদিন ব্যাপী অদ্বৈত মেলার আয়োজন করবে তিতাস আবৃত্তি সংগঠন। ১ জানুয়ারি সকাল ১০ টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলার উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট লেখক র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান অতিথি থাকবেন ভারতের ত্রিপুরা রাজ্যের তথ্য সংস্কৃতিমন্ত্রী শ্রী ভানুলাল সাহা। পাক্ষিক মত ও পথ এর সহায়তায় এ মেলায় কর্মসূচীর মধ্যে থাকবে উদ্বোধন, আনন্দ শোভাযাত্রা, লাঠিখেলা, অদ্বৈত জন্মভিটায় পুষ্পস্তবক অর্পণ, লোকগান, লোকনৃত্য, বাউল সঙ্গীত, কবিতা ও ছড়া পাঠ, শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগীতা, আবৃত্তি, অদ্বৈত সম্মাননা প্রদান, আলোচনা। এসকল কর্মসূচীতে ত্রিপুরা, ঢাকা, চট্রগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানের কবি, শিল্পী, সাহিত্যিকরা অংশ নেবেন।






Shares