Main Menu

“ব্রাহ্মণবাড়িয়া থানা পুলিশ কর্তৃক ১০০পিস ইয়াবা ট্যাবলেট ও ১০টি ককটেলসহ দু’জন গ্রেফতার”

+100%-

গত ১৯ ডিসেম্বর ২০১৪খ্রিঃ সকাল ০৮.১৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/ ইশতিয়াক আহমেদ এর নেতৃত্বে এসআই/মোঃ মনিরুজ্জামান ভুইয়া সঙ্গীয় ফোর্স ও মোবাইল-১ ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন পীরবাড়িস্থ ময়দা মিলের সামনে কুমিল্লা সিলেট মহাসড়কে অবস্থান করাকালীন সকাল ০৮.৩৫ টায় পুলিশ লাইনের দিক হতে একটি মোটর সাইকেলযোগে ১। মোঃ হাসান (২৪), পিতা-মাওলানা এমদাদ উল্লাহ, সাং-দক্ষিণ তারুয়া, থানা-আশুগঞ্জ বর্তমানে ঘাটুরা জুনায়েদ পীরের বাড়ি, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। সানাউল হক জসিম (২২), পিতা-মোঃ জহির উদ্দিন, সাং-ঘাটুরা মুন্সীবাড়ী, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং ৩। তারিফ (২৪), পিতা-একেএম লুৎফর রহমান, সাং-তালশহর, থানা-আশুগঞ্জ, বর্তমানে কলেজপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের সন্দেহ হলে মোটর সাইকেলটি থামানোর জন্য সংকেত দিলে তারিফ মোটর সাইকেলটি থামালে হাসান ও সানাউল হক জসিম মোটর সাইকেল থেকে নামার সাথে সাথে তারিফ মোটর সাইকেল নিয়ে দ্রুত পলিয়ে যায়।  পুলিশ তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হাসান এবং তার সহযোগী সানাউল হককে গ্রেফতার করে হাসানের ডান হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে ১০টি লাল স্কসটেপ দ্বারা মোড়ানো ককটেল পেয়ে আসামীদ্বয়কে আটক করতে সক্ষম হয়। এছাড়া তাদের দেহ তল্লাশী করে হাসানের পড়নে থাকা শর্টপ্যান্টের সামনের ডান পকেটে পলিথিন দ্বারা মোড়ানো ৮০পিছ ইয়াবা ট্যাবলেট এবং সানাউল হক জসিমের পড়নে থাকা শর্টপ্যান্টের সামনের বাম পকেটে থাকা পলিথিন দ্বারা মোড়ানো ২০পিছ ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করে। এ সংক্রান্তে আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে।






Shares