Main Menu

সিএনজি চলাচলে বাধার প্রতিবাদে তিনি ইউনিয়ন ঐক্য পরিষদের উদ্যোগে স্মারকলিপি প্রদান

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার বর্ডার বাজার হইতে দাড়িয়াপুর হইয়া বড়াইল গণকবর পর্যন্ত রাস্তাটি (সিএনজি) চালিত অটো রিক্সা সহ যানবাহন চলাচলে বাধার প্রতিবাদে সদর উপজেলার পশ্চিমাঞ্চলের তিন ইউনিয়ন বাসীর ঐক্য পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকাল ৪ ঘটিকায় শালগাঁও কালিশীমা বাজারে প্রাঙ্গনে তিন ইউনিয়ন ঐক্য পরিষদের আহবায়ক ও নাটাই দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাদেকপুর ইউপি ইকবাল হোসেন, বড়াইল ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক বাবুল, নাটাই দক্ষিণ ইউপির চেয়ারম্যান চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, সাবেক চেয়ারম্যান কদর মাহবুব সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, এডঃ বশির আহম্মেদ, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, মোঃ এলেম খান, মোঃ আলী আজম, আবুল কালাম আজাদ, মাওঃ আব্দুল বাছির, ছাইদুল হক জুয়েল, বড়াইল ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন, নান্নু মাষ্টার জাহাঙ্গীর আলম ও মনিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে পশ্চিমাঞ্চরের জনগণের চলাচলের রাস্তা মধ্যপাড়া বর্ডার বাজার বড়াইল সড়ক (সিএনজি) চালিত অটো রিক্সাসহ হালকা যানবাহন চলাচলে বাধার প্রতিবাদে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া পশ্চিামঞ্চলের তিন ইউনিয়নের ঐক্য পরিষদের উদ্যোগে ১৮ ডিসেম্বর আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শালগাও কালিশীমা বাজার প্রাঙ্গন হইতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে এক বিশাল শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
উক্ত শান্তিপূর্ণ মিছিলটি শালগাঁও কালিশীমা বাজার হইতে দক্ষিণ পৈরতলা হয়ে বাইপাস মোড় দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য যাওয়া হবে। উক্ত শান্তিপূর্ণ মিছিলে নাটাই দক্ষিণ, সাদেকপুর ইউনিয়ন ও বড়াইল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে যথাসময়ে যথাস্থানে উপস্থিত হয়ে মিছিলটি সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।প্রেস বিজ্ঞপ্তি






Shares