গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় মোকতাদির চৌধূরী এমপি কে সংবর্ধনা প্রদান
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম অঞ্চলের সুনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠান শালগাঁও-কালিসিমা স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যর্নিবাহী কমিটির অন্যতম নেতা, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি কে সংবর্ধনা প্রদান করেছেন স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। গতকাল সকালে শালগাঁও-কালিসিমা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উক্ত সংবর্ধনা উপলক্ষে এক বর্নাঢ্য সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক পৌর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সহ-সম্পাদক আব্দুল হান্নান রতন, জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, বর্তমান চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি হাজী মোঃ শাহ আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান। সভা পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আলী আজম। সভায় সংবর্ধীত অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের পবিত্র ধর্ম গ্রহন্তে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ত দেওয়া হয়েছে। বর্তমান সরকারও শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষার ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। সরকারি সুযোগ নিয়ে দেশের প্রত্যেকটি শিশুকেই শিক্ষা অর্জন করতে হবে। কারন শিক্ষা ছাড়া কোন সমাজ উন্নতি লাভ করতে পারে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে সবাইকে লেখাপড়ায় মোনযোগী হতে হবে। অবিভাকদের উদ্দ্যেশে তিনি বলেন ছেলে মেয়ের কোন ভেদাভেদ নেই । তাই প্রত্যেক ছেলে মেয়েদেরকে নিয়মিত স্কুলে পাঠাতে হবে। বাল্য বিয়ে দিয়ে কোন মেয়ে শিশুর সুন্দর ভবিষ্যত নষ্ট না করতে অভিবাকদের তিনি অনুরোধ জানান। বক্তব্যে তিনি শিক্ষকদের উদ্দ্যেশে বলেন সময়মত শ্রেনী কক্ষে উপস্থিত হতে হবে। পাঠদানের আগে সংশ্লিষ্ট বিষয়টি নিজে পড়ে আসতে হবে। ছাত্রছাত্রীদের আধুনিক পদ্ধতিতে ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠন কার সম্ভব হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন। বক্তবে মোকতাদির চৌধুরি আরো বলেন ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ। একটি সুখি, সম্মৃদ্ধি, দারিদ্র মুক্ত, অশিক্ষা, কুশিক্ষা, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে। তিনি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা থেকে দলীয় নেতা কর্মীদের বিরত থাকার আহবান জানান। তিনি প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় সকলকে ধন্যবাদ প্রদান করেন। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনিম উদ্দিন রানা, বিদ্যালয়ের অবিভাবক সদস্য আরজু মেম্বার, উবায়দুল হক তৈয়ব, সাবেক কমিশনার বসির আহমেদ, হাজি মতিউর রহমান, শাহ আলম, জাহাঙ্গীর আলম, মুন্সি সোহেল রানা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এলেম খাঁন, কাশেম মাস্টার, নাজিম উদ্দিন মেম্বার, মোবারক মেম্বার, বাচ্চু মেম্বার, শাহ জালাল, যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কবীর হোসেন, জাফর আলী, জহির, ফরিদ উদ্দিন, ছিদ্দিকুর রহমান, মোঃ শাহজাহান, নাজমুল হক, সুমন, বিল্লাল আহমেদ, শাহনেওয়াজ প্রমুখ। পরে স্কুল মিলনায়তনে গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে সিধান্ত গ্রহন করা হয় এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে গভর্নিং বডির পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য হিসেবে সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আলী আজমকে মনোনিত করা হয়।