ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাসলাইন সংযোগ বিচ্ছিন্ন অভিযান
ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীতে অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহম্মেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরতলীর বিরাসার গ্রামে অভিযান চালায়।
এসময় বিরাসার গ্রামের ৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১১০ ফুট পাইপ ও ৫টি রাইজার জব্দ করা হয়। অভিযানকালে অবৈধ গ্রাহকদের প্রায় ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত
অভিযানের সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের এর কর্মকর্তারা ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।
দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া শহর ও এর আশপাশ এলাকায় একটি অসাধু চক্র রাতের আঁধারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের কতিপয় অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আসছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালত কাজ করে যাচ্ছে।