Main Menu

ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বরে আইনজীবীর সহকারীদের বিক্ষোভ

+100%-
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এক আইনজীবীর সহকারীকে (মুহুরি) তিন দিনের সাজা দেয়ায় আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্যরা।

সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে তারা এ বিক্ষোভ করেন।

জেলা আইনজীবী সহকারী সমিতি সভাপতি তাজুল ইসলাম জানান, সোমবার দুপুর তিনটার দিকে তাদের সমিতির সহকারী হাবিবুল্লাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা বেগমের আদালতে (১০৭ ধারা কোর্ট) একটি মামলার তারিখ আনতে যান। সে সময় ওই আদালতের পেশকার মারফর আলী ম্যাজিস্ট্রেট নাজমা বেগমকে কিছু একটা বলেন।

এর পরপরই নাজমা বেগম হাবিবুল্লাকে তিন দিনের মৌখিক সাজা দিয়ে আদালতের কাঠগড়ায় আটকে রাখেন।

এ ঘটনার প্রতিবাদে আইনজীবী সহকারী সমিতির সদস্যরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, প্রত্যেকটি আদালতের পেশকাররা টাকা ছাড়া কোন মামলার তারিখ বলতে চায় না। তারা টাকার বিনিময়ে অনেক অনিয়ম করে।  

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দুর্নীতির সাথে জড়িত পেশকারদের আদালত থেকে অপসারণ না করলে জেলা জজের মাধ্যমে তারা আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানানো হয়।






Shares