শহর পরিছন্ন রাখতে গৃহিনী ও গৃহ কর্মীদের সচেতন করুন-মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, শহরের রাস্তা ও ড্রেন দূষনের অন্যতম কারন গৃহস্থলী বর্জ্য। গৃহিনী ও গৃহ কর্মীগন বাড়ির আশে পাশে গৃহস্থলী বর্জ্য ফেলে। অনেক বাড়ির জানালা ও ছাদ থেকেই রাস্তা ও ড্রেনের উপর ময়লা ফেলানো হয়। অধিকাংশ সময় এ সমস্ত ময়লা ফেলানো হয় সকালে পরিছন্ন কর্মীরা তাদের দৈনন্দিন কাজ শেষ করার পর। এতে করে ঐ ময়লাটি পরদিন সকাল পর্যন্ত রয়ে যায়। যা শহরের পরিবশে ও ড্রেনেজ ব্যবস্থাকে বিনষ্ট করে। প্রত্যেক বাড়ির ময়লা যদি নির্ধারিত স্থানে জমা করে রাখা হয় এবং তা পরিছন্নতা কর্মী দিয়ে সরানো হয় তাহলে শহর পরিছন্ন থাকবে। তিনি প্রত্যেক বাড়ির গৃহিনী ও গৃহকর্মীদের কে সচেতন করার জন্য শহরবাসীকে আহবান জানান। মেয়র গতকাল সকালে পৌরসভার উত্তর পৈরতলায় ড্রেন সংষ্কার কাজ উদ্বোধন কালে এলাকার গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উপরক্ত বক্তব্য প্রদান করেন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ শাহজাহান মিয়া, পৌরসভার কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, জেলা চেম্বারের সাবেক সহ-সভাপতি হাজী মোঃ শাহ্জাহান মিয়া, এলাকার বিশিষ্ট ব্যক্তি হাজী মোঃ হুমায়ন, বসির আহমদে ছুট্টু মিয়া, পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, উপ সহকারি প্রকৌশলী সুমন দত্ত, জুয়েল আহমেদ প্রমুখ।