০৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী হেলু মিয়া গ্রেফতার এবং ২৫ বোতল ফেন্সিডিল ও ১৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার ০২।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ এবং অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল পাশা, এসআই/মোঃ নাজমুল আলম, এসআই/আবু বকর সিদ্দিক, সঙ্গীয় ফোর্সসহ গতকাল অভিযান পরিচালনা করে দ্রুত বিচার জি.আর নং-১১৫৪/১২ (সদর) এর ০৩ (তিন) বছরের সাজাপ্রাপ্ত আসামী ও রেলওয়ে টিকেট কালোবাজারী মোঃ হেলাল উদ্দিন @ হেলু (৩৮), পিতা-মৃত লাল মিয়া, সাং-উত্তর মৌড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন রেলস্টেশন এলাকা হতে গ্রেফতার করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসআই/বশির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ গতকাল অভিযান পরিচালনা করে # আনোয়ারা বেগম (৪৭), স্বামী-মৃত গোলাম হোসেন, সাং-মধ্যপাড়া শেরপুর মাজারের পার্শ্বে সোহেলের বাড়ি, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ২৫ বোতল ফেন্সিডিলসহ অত্র থানাধীন রামরাইল-উড়শিউড়ার মধ্যবর্তী ব্রীজ (রামরাইল ব্রীজ) হতে অনুমান ২০ গজ উত্তরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হতে গ্রেফতারপূর্বক তার বিরুদ্ধে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় ০১টি মাদক আইনের মামলা রুজু করে আসামীকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার টিএসআই/মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী # মোঃ তানভীর খন্দকার (২৫), পিতা-আঃ হেকিম খন্দকার, সাং-বণিকপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১৭ পিছ ইয়াবা ও ০১টি ৮ ইঞ্চি লম্বা ছুরিসহ অত্র থানাধীন পৌরসভাস্থ বনিকপাড়াস্থ সাবেরা সোবাহান স্কুলের পূর্বপার্শ্বে হইতে গ্রেফতারপূর্বক তার বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে, আটককৃত আসামী তানভীর একজন কুখ্যাত ছিনতাইকারী/সন্ত্রাসী। তার বিরুদ্ধে অত্র থানায় ছিনতাই এর একাধিক মামলা রয়েছে। তদুপরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।প্রেস বিজ্ঞপ্তি