গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবাকে আরো গতিশীল ও সহজ লভ্য করতে হবে।-মেয়র মোঃ হেলাল উদ্দিন।
আল-আরাফা ইসলামী ব্যাংকের “সেবা মাস নভেম্বর ২০১৪” উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। গতকাল সোমবার সকালে শহরের মসজিদ রোডস্থ ভুইয়া ম্যানশন এর দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রধান কার্যালয়ে উক্ত সেবা মাসের কার্যক্রম উদ্বোধন কালে মেয়র বলেন সরকার ২০৪১ সালের মধ্যে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী মধ্যম আয়ের বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য সফল করতে দেশের ব্যাংকিং সেবাকে আরো গতিশীল ও সহজ লভ্য করতে হবে।এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মোশতাক আহমেদ মোল্লাহ, দ্বিতীয় কর্মকর্তা মোঃ মোজাহারুল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার (সিলেট সদর) মোঃ ইব্রাহিম আল মামুন মোল্লাহ, জেলা চেম্বারের সাবেক সহ-সভাপতি হাজী মোঃ শাহ্জাহান মিয়া, বিশিষ্ট সাংবাদিক ছানাউল হক চৌধুরী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে আল আরাফা ইসলামী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ মোশতাক আহমেদ মোল্লাহ, বলেন সরাদেশের ১১৮টি শাখায় এই সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসময় ব্যাংকের সকল গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করা হবে। তিনি বলেন সারা বছর ব্যাংকের সেবার মানকে আরো গতিশীল করার লক্ষে এই সেবা মাস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।