Main Menu

ছাত্র ছাত্রীদের অমনোযোগিতার কারন শিক্ষককেই তাঁর নিজের মধ্যে খুঁজে নিতে হবে—বিভাগীয় কমিশনার

+100%-

২৪এপ্রিল মঙ্গলবার দুপুর ১টায় চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃসিরাজূল হক খাণ নিয়াজ মুহম্মদ  উচ্চ বিদ্যালয় পরিদর্শনে  আসেন। পরিদর্শনেকালে শিক্ষকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন।মত বিনিময়কালে তিনি ছাত্র ছাত্রীদেরকে অধিকতর মনোযোগী করার ল্কখে শিক্ষক শিক্ষিকাদেরকে কার্যকরী ভুমিকা পালনে মনোযোগী হওয়ার পরামর্শ  দেন। আরও  উল্লেখ করেন যে,একবিংশ  শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রা/ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকাদের লাইব্রেরী ও ল্যাব ব্যাবহারে অধিকতর মনোযোগী হতে হবে।এছাড়া তিনি নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের তরুন শিক্ষক/ শিক্ষিকাদের দেখে বিদ্যালয়ের উজ্জলতর ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শনেকালে  তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জানাব মোঃআব্দুল মান্নান,অধ্যক্ষ ব্রাহ্মনবাড়ীয়া সরকারী কলেজ ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) কমিশনার মহোদয়ের একান্ত সচিব,সদর উপজেলা নির্বাহী  অফিসার,জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সন্মানিত সভাপতি গবেষক মুহম্মদ মু্সা ও  জেলা প্রশাসনের কর্মকর্তা প্রমুখ।






Shares