ভবন মঙ্গল কীর্তন উৎসব উদযাপনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী কালীবাড়ীতে ভুবন মঙ্গল কীর্তন উৎসব উদযাপনের লক্ষে চন্দন বণিকের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার রাতে উক্ত সভায় ভূবন মঙ্গল কীর্তন উৎসব যথাযোগ্য ভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এবং হিন্দু সম্প্রদায়ের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। বক্তারা ভন মঙ্গল কীর্তনের উৎসব নিয়ে অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রনদা বিক্রম চৌধুরী বাসন্দী পুজা উদযাপন কমিটির সভাপতি সুনিলীদের, সাধারণ সম্পাদক প্রিয় লাল রায়, প্রবীর দেব, অসিত পাল, সুদর্শন সাহা, সভ্যসাচী পাল, সুভাষ দাস, উল্লেখ দাস, দুলাল সাহা, প্রবীর চৌধুরী রিপন, সমজিত রায়, বাপ্পী সাহা, প্রদীপ সাহা, খোকন আচার্য্য, সতিশদেব নাথ, পরিতোষ পাল, ঝুলন বিশ্বাস, খোকন রায়, সুকুমার পাল, জীবন ভট্টাচার্য্য ও অশিষ দেব প্রমুখ। সভায় বক্তাগন বলেন কালীবাড়ীনিয়ে বিজয় তন্দ্রবাদ দিয়ে গণতন্ত্রের মাধ্যমে কমিটি করার আহবান জানান। বিজয় পালের সকল কুকর্মের নিন্দা ও প্রতিবাদ জানান বক্তাগন। (খবর বিজ্ঞপ্তির) |
« সরাইলে নৌ ডাকাত গ্রেপ্তার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) হিউম্যান হলার নামে নতুন পরিবহন অনুমোদন বন্ধ রাখার অনুরোধ »