ব্রাহ্মণবাড়িয়া শহরের রাস্তা ঘাটের অবস্থা শোচনীয়
ব্রাহ্মণবাড়িয়া শহরের রাস্তা ঘাটের অবস্থা কতটা শোচনীয় পর্যায়ে পৌছেছে তা আজকের অল্প বৃষ্টিতেই শহরবাসী হাড়ে হাড়ে টের পেয়েছে। শহরের প্রধান সড়কটি মোটামুটি পর্যায়ে থাকলেও কুমারশীল মোড়, নিউ সিনেমাহল রোড, ছাতিপট্টি, সড়কবাজার মোড়, কালাইশ্রীপাড়া, মহাদেব পট্টি, জগৎ বাজারের রাস্তার অবস্থা ভয়াবহ। পানি নিস্কাশনের সু ব্যবস্থা না থাকায় রাস্তার পানি জমে অথৈই অবস্থা। এ রাস্তা গুলো শেষ কবে মেরামত হয়েছিল তা এলাকার কেউ স্মরণ করতে পারছে না । এই এলাকায় ব্যাংক, শপিং মল সহ অনেকগুলো বিখ্যাত মিষ্টির দোকান রয়েছে। এবং এসব এলাকা থেকে রাজস্ব আদায়ের পরিমাণও অন্যান্য অনেক এলাকা থেকে বেশী। সরকারী হিসেবে কালাইশ্রীপাড়া এলাকার জমির দাম অন্যান্য এলাকা থেকে অনেক বেশী । ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টির সুনাম দেশ- বিদেশ খ্যাত হলেও মিষ্টি নিতে আসা ক্রেতাদের মুখে বিরক্তির ছাপ। এর ফলে সারা দেশে ব্রাহ্মণবাড়িয়া নোংরা শহর হিসেবে পরিচিতি লাভ করছে। ব্যবসায়ী বৃন্দ এ ব্যাপারে কাউকে কিছু বলতে চাইনা কারণ এ ব্যাপারে কাউকে কিছু বলা অরণ্যে রোদনের শামিল। এ রাস্তা গুলো কখন মেরামত করা হবে এ ব্যপারে জানতে চাইলে পৌরসভার সহকারী প্রকৌশলী জানান, এই এলাকার রাস্তার কাজের কার্যাদেশ দিয়ে দেয়া হয়েছে। আতি শীঘ্রই কাজ শুরু হবে। স্থানীয় কাউন্সিলার হাসান জানান, কার্যাদেশ পাওয়া সত্বেও ঠিকাদার কি কারণে কাজ শুরু করছেনা তা তিনি জানেন না । |