Main Menu

২০ শে অক্টোবর ঐতিহাসিক সুহিলপুর কোরআন তাফসির মাহফিল শুরু

+100%-
মোঃ বায়েজিদ মোস্তফা, সুহিলপুর থেকেঃ-রঈসুল মোফাচ্ছিরীন, বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম (রঃ) এর স্মৃতিবিজড়িত সুহিলপুর তাফসির মাঠে ১৫ দিন ব্যাপী ৩৬ তম ঐতিহাসিক সুহিলপুর কোরআন তাফসীর মাহফিল শুরু হচ্ছে আগামী ২০ শে অক্টোবর রোজ শুক্রবার। উক্ত তাফসীরে সভাপতিত্ব করবেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার স্বনামধন্য শায়খুল হাদিস আল্লামা আশেকে এলাহী সাহেব। সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী মালিহাতা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আলী সাহেব।
প্রতি পাঁচ দিন করে তাফসির পেশ করবেন বড় হুজুরের সুযোগ্য সাহেবজাদা ও জামিয়া সিরাজিয়া দারুল উলুম  ভাদুঘর মাদ্রাসার মুহতামীম আল্লামা মনিরুজ্জামান সিরাজী সাহেব (দাঃবাঃ), দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা শায়খ সাজিদুর রহমান সাহেব (দাঃবাঃ), জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল আল্লামা মুফতী মোবারক উল্লাহ সাহেব (দাঃবাঃ)।
শেষ দুই দিন তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন, মুনাযিরে আযম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী (দাঃবাঃ)। তাছাড়া তাফসির পেশ করবেনঃ-
★জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব ও শাইখুল হাদিস আল্লামা মুফতী শামসুল হক সাহেব।
★জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা বেলায়েতুল্লাহ নুর সাহেব।
★ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ও জামিয়া আশরাফিয়া কাসেমুল উলুম মাদ্রাসা, মিরপুর, ঢাকার প্রিন্সিপাল আল্লামা জুনায়েদ আল হাবিবী সাহেব।
★আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন ও জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারী সাহেব।
★ মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী হাফেজ আব্দুল বাতেন কাসেমী সাহেব।
তাছাড়া প্রত্যেহ বাদ মাগরিব ওয়াজ করবেন
★ মাওলানা মুফতী আব্দুল হান্নান সাহেব,
শাইখুল হাদিস, জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর
★মাওলানা মেরাজুল হক কাসেমী সাহেব,
মুহতামীম ও শাইখুল হাদিস দারমা মাদ্রাসা
★মাওলানা কামাল উদ্দিন কাসেমী সাহেব,
মুহাদ্দিস, জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর
★মাওলানা মুফতি মাজহারুল হক কাসেমী সাহেব,
মুহাদ্দিস, জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসা,ব্রাহ্মণবাড়িয়া
★মাওলানা জয়নাল আবেদীন বাকাইলী,
মুহতামীম, উত্তর সুহিলপুর উলুমে শরাইয়া মাদ্রাসা
★মাওলানা হেদায়েতুল্লাহ সিরাজী সাহেব,
মুহাদ্দিস, জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর।
উল্লেখ্য, আগামী ৩ রা নভেম্বর রোজ শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ তাফসির মাহফিলের সমাপ্তি হবে। আখেরি মোনাজাতের দিন হাজার হাজার উলামায়ে কেরাম, বুযুর্গানে দ্বীন, তাওহীদি মুসলিম জনতা ও পর্দানশীন মা বোন শরীক হবেন ইনশাল্লাহ।
সকল মুসলমান ভাই বোনদের উক্ত কোরআন তাফসির মাহফিলে শরীক হয়ে দ্বীন ও দুনিয়ার অশেষ নেক হাছিল করার জন্য  তাফসির কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আল্লাহ পাক সুহিলপুর কোরআন তাফসির কবুল করুন। আমিন





Shares