২০ মার্চ অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার নির্বাচন
আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার নির্বাচন। আজ বুধবার বিকেলে নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন ইসির উপ-সচিব মো. সামসুল আলম। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও সহকারি রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন সদর উপজেলা নির্বাচন অফিসার।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ১৩ মার্চ। সে হিসেবে ৫ বছর মেয়াদ শেষে ২০১৬ সালের ১৫ জানুয়ারী থেকে নির্বাচনের সময়সীমা শুরু হয়।
একই দিন দেশের আরো ৯টি পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
পৌরসভাগুলো হচ্ছে—রংপুরের হারাগাছ, নোয়াখালীর কবিরহাট, ঝালকাঠি সদর, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, ফেনীর সোনাগাজী ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা।
পৌরসভাগুলোতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ৪ মার্চ।
মার্চের শেষ সপ্তাহে ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের ভোট গ্রহণের বিষয়টি মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বর্তমানে ৪৮টি পৌরসভা নির্বাচনের উপযোগী রয়েছে। এর মধ্যে দুটির তফসিল ঘোষণা করা হয়েছে। এর আগে গত ৩০ ডিসেম্বর প্রথম দফায় দেশের ২৩৪ পৌরসভায় ভোট গ্রহণ করে নির্বাচন কমিশন।