Main Menu

১৪ অক্টোবর মাদক বিরোধী র‌্যালী ও সমাবেশ

+100%-

police madok

আগামী ১৪ অক্টোবর মাদকবিরোধী র‌্যালী ও সমাবেশের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। অনুষ্ঠান সফল করতে জোর প্রস্তুতি নিচ্ছে জেলা পুলিশ। সদর থানার ওসি, আকুল চন্দ্র বিশ্বাস জানান, আগামী ১৪ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশ কর্তৃক মাদকবিরোধী র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হবে। শহরের টেংকের পাড় (লোকনাথ দীঘি) থেকে মাদকবিরোধী র‌্যালী শুরু হয়ে জেলা পরিষদের সামনে দিয়ে স্টেশন রোড ও সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয় হয়ে পৌর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে এসে শেষ হবে। সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এদিকে, র‌্যালী ও সমাবেশ সফল করতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার বিকেলে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। এ সময় তিনি সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ, এএসপি (হেডকোয়ার্টার) শফিকুল ইসলাম, সদর মডেল থানার এএসপি তাপষ রঞ্জন ঘোষ, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি এম. হেলাল উদ্দিন, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ওসমান গণী সজিব, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী মমিন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. লোকমান হোসেন এপিপি, পৌর সচিব মোঃ ইসহাক, সাপ্তাহিক প্রতিচ্ছবি’র ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আশিকুর রহমান মিঠু।






Shares