‘স্মার্ট কফি বালকের’ পার্শ্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ
কফি বালক! স্মার্ট কফি বালক! বালকটি রাস্তায় রাস্তায় ফেরী করে কফি বিক্রি করে। আলোর পিছনের অন্ধকারের মত করুন তার পারিবারিক জীবন কাহিনী। সেই গল্পগুলি সোস্যাল মিডিয়ায় প্রকাশ পায়। অনলাইনের জগতের সৌজন্যে ঘটনাটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। বিষয়টি পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান পিপিএম (বার) এর দৃষ্টিতে আসে। সাথে সাথেই ছেলেটির ব্যপারে খোঁজ খবর নেওয়ার জন্য বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইনকে। সোমবার দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া বাসীর সবার প্রিয় মানুষটির সাথে, সেই স্মার্ট কফি বালক, ব্রাহ্মণবাড়িয়ার কফি বালক খ্যত ছেলেটি দেখা করে। ওর দুঃখে ভরা জীবন কাহিনী আবারও বর্ণনা করে তখন। বিশেষ করে সারাদিন যা আয় করেন তার মধ্য থেকে নাকি সামান্য টাকা পান কোম্পানীর কাছ থেকে কফি বিক্রি করার পর। সেই টাকা দিয়েই তার পরিবার খেয়ে-না খেয়ে জীবন ধারন করে। সেই দুঃখের কাহিনী শুনে পুলিশ সুপার ওর যাবতীয় কফি বিক্রির জিনিসপত্র আগামী কয়েকদিনের মধ্যে ক্রয় করে দিবে আশ্বাস দেন। সেই সাথে ওকে একটা স্কুলে ভর্তি করে দিবে এমনকি তার যাবতীয় খরচ জেলা পুলিশ বহন করবে এই আশ্বাসও দেন।
(পরের সংবাদ) হিউম্যানিটি ফার্স্ট ইন্টারন্যাশনাল এর সৌজন্যে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিনামুল্যে অভিনব মানবসেবা কর্মকান্ড »