Main Menu

সামাজিক দুরুত্ব বজায় রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হাজারেরও বেশী মসিজদে ঈদের জামাত অনুষ্ঠিত

+100%-

চলমান করোনা সংকট মোকাবেলায় সচেতনতার অংশ হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায়ও খোলা মাঠের পরিবর্তে মসজিদ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে মসজিদগুলোতে সামাজিক দুরুত্ব মেনে একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। সকাল ৭ টা, পৌনে ৮ টায় ও সাড়ে ৮টায় জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এছাড়াও জেলার ৪ হাজারেরও বেশী মসিজদে একাধিক জামাতের মাধ্যমে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। পরে করোনা থেকে মুক্তিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে সচেতনতার অংশ হিসেবে সকাল থেকেই মসজিদগুলোতে চলে জীবানুণাশক দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা। সে সাথে মসজিদে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়।






Shares