Main Menu

সব ধর্মই সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠার জন্য আলোর পথ দেখায়-পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে মেয়র মোঃ হেলাল উদ্দিন।

+100%-

12141706_1678503549037177_5219109720348247140_nব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এখন তা সার্বজনীন উৎসব। এ উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা হিন্দু সম্প্রদায়ের, কিন্তু মূল বানী সমগ্র মানব জাতির কল্যানের জন্যই নিবেদিত। তিনি বলেন কোন ধর্ম অন্যায়-অসত্য, অসুন্দর কে সমর্থন করে না, সব ধর্মই সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠার জন্য আলোর পথ দেখায়। মানুষের মধ্যে মনুষ্যত্বের উদ্বোধন ঘটায়। মেয়র গতকাল সন্ধ্যায় পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে উপরক্ত মন্তব্য করেন। বক্তব্যে তিনি আরো বলেন অতিতেও আমি জেলার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ছিলাম। বিভিন্ন পূজা আয়োজনে সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও আপনাদের প্রতি আমার সর্বাত্বক সহযোগিতা অব্যাহত থাকবে। পূজা মন্ডপ পরিদর্শন কালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাগন্যমান্য ব্যক্তিবর্গ, পূজা মন্ডপের আয়োজক ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।প্রেস রিলিজ

20151020_184751(0) 12122599_1678503489037183_2141432218917932415_n






Shares