Main Menu

সকলের সম্মিলিত প্রয়াসে কমিউনিটি পুলিশিং সমাবেশ সফল করুন —- পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)

+100%-

কমিউনিটি পুলিশিং সপ্তাহ উপলক্ষ্যে আগামী ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশিং সমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মোঃ আবু সাঈদ, ডিআইওয়ান মোঃ ইমতিয়াজ আহমেদ পিপিএম, কমিউনিটি পুলিশিং এর সভাপতি এডঃ মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ. আ. রশিদুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ মিজানুর রেজা, সিনিয়র সহ সভাপতি আল আমিন শাহীন, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, দৈনিক সরোদ’র সম্পাদক পিযুষ কান্তি আচার্য্য, সাহিত্য একাডেমীর সম্পাদক কবি জয়দুল হোসেন, বাচিক শিল্পী মনির হোসেন, প্রেসক্লাবের ক্রীড়া ও পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, পৌর কাউন্সিলর আলহাজ্ব মুরাদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এডঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক এস এম শাহীন, ড্রিম ফর ডিসএবিলিটি’র সভাপতি হেদায়েতুল ইসলাম মুন্না, বাচিক শিল্পী বাছির দুলাল, সঙ্গীতশিল্পী নবনিতা রায় বর্মণ, জেবিন রহমান, মোঃ শাকিল মিয়া, সাগর আহমেদ প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) বলেন, দেশকে শান্তিময় ও স্থিতিশীল রাখতে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা গুরুত্বপূর্ন। দেশের প্রত্যন্ত অঞ্চলে বর্তমানে কমিউনিটি পুলিশিং কমিটি রয়েছে। পরে তিনি সকলের সম্মিলিত প্রয়াসে আগামী ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশিং সমাবেশ সফল করতে সকলের সহযোগিতা করার আহবান জানান।






Shares