শিক্ষাবৃত্তির মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহিত করা হয় — ড. সাদেকুল ইসলাম ভূইয়া
মেধাবী দরিদ্র ছাত্রদের মধ্যে ড. সাদেকুল ইসলাম ভূইয়া শিক্ষাবৃত্তি প্রদান
বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের মেধাবী দরিদ্র ছাত্রদের মধ্যে ড. সাদেকুল ইসলাম ভূইয়া শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান- ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ড. সাদেকুল ইসলাম ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান প্রখ্যাত সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আয়কর আইনজীবি জহিরুল ইসলাম ভূইয়া, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা নাজমীন, বিশিষ্ট সমাজসেবক তোফায়েল সাথী, নাজমা হাবিবা, হাবিবুল্লাহ্, খলিলুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রকিব।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ড. সাদেকুল ইসলাম ভূইয়া বলেন, শিক্ষাবৃত্তির মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহিত করা হয়। যারা মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে শিক্ষাক্ষেত্রে সফলতা অর্জন করবে তারা সকলেই এই মেধাবৃত্তির আওতায় অর্ন্তভুক্ত হবে। আমাদের সকলের উচিত মেধাবী ছাত্র ছাত্রীদের উৎসাহিত করে তোলা। তাদের পাশাপাশি পিছিয়ে পড়া শিক্ষাথীরাও শিক্ষাক্ষেত্রে আরো সফলতা বয়ে আনবে।