ব্রাহ্মণবাড়িয়ায় হযরত শেখ জালাল (রহঃ) এর স্মরণে পৈরতলায় টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা
শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা একটি গুরুত্বপূর্ণ বিষয় —পৌর মেয়র নায়ার কবির
হযরত শেখ জালাল (রহঃ) এর স্মরণে পৈরতলায় টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হিরণ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জীবন, সাবেক কমিশনার মোঃ হাবিবুর রহমান হাবু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী আজ্জম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী খলিল মিয়া, মোঃ বাবুল মিয়া সর্দার, মোঃ তসলিম আহমেদ খান, শহর আওয়ামী লীগ নেতা গিয়াস আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যথাযথ শারীরিক ও মানসিক বিকাশ না হলে কর্মক্ষেত্রে সফল হওয়া যায় না। ছোট বেলা থেকেই খেলাধুলার অনুশীলন করতে হবে। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেক ক্রীড়াবিদ তৈরি হবে। এদের মধ্যে থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরি হবে। বর্তমান সরকার খেলাধুলার দিকে বেশি নজর দেওয়ার ফলে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশর অর্জন দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, খেলাধুলায় যুব সমাজ মগ্ন থাকলে তারা কখনো বিপথগামী হবে না। তাই খেলাধুলার বিকল্প নাই। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।