রূপালী ব্যাংক ‘শিওরক্যাশের’ মাধ্যমে প্রাথমিক উপবৃত্তি এবং সরকারি সহায়তা প্রদান




এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর করোনায় ক্ষতিগ্রস্ত দের উপহার সারাদেশের ৫০ লক্ষ পরিবারের মধ্যে ৮ লক্ষ পরিবারের ২৫০০ টাকা করে পৌঁছে দিচ্ছে রুপালী ব্যাংক ”শিওরক্যাশ”। সরকারি সহায়তা এবং উপবৃত্তির টাকা উত্তোলন সম্পুর্ন ফ্রি। প্রত্যক গ্রাহক ‘শিওরক্যাশ’ এজেন্ট দের মাধ্যমে এই টাকা উত্তোলন করতে পারছেন খুব সহজেই।

আমরা কথা বলি কুমিল্লা অঞ্চলের (কুমিল্লা,বি-বাড়িয়া এবং চাঁদপুর) রুপালী ব্যাংক ‘শিওরক্যাশের’ এরিয়া ম্যানেজার সৈয়দ রাহিল আহাম্মদ এর সাথে। উনি বলেন রুপালী ব্যাংক ‘শিওরক্যাশ’ সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য সাথে থেকেই কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের অন্যতম একটি সফল উদ্যোগ হলো মোবাইল ব্যাংকিং সেবা যার ব্যাপ্তি আশাতীতভাবে সম্প্রসারিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এমন উদ্যেগ কে ভুয়শী প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞ্যাপন করেন। উনি আরো বলেন, উপবৃত্তির এবং প্রনোদনার টাকা উত্তোলন সম্পুর্ন ফ্রি। কোন খরছ ছাড়াই এই টাকা উত্তলোন করা যাচ্ছে ‘শিওরক্যাশ’ এজেন্ট থেকে। একই সাথে এই অঞ্চলের সকল এজেন্ট , ডিস্টবিউটর এবং শিওরক্যাশে কমকর্তাদের ধন্যবাদ এমন একটি উদ্দ্যেগের সাথে থাকার জন্য।প্রেস রিলিজ
« করোনা ভাইরাস:: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কয়েকটি এলাকা ‘লক ডাউন’ (পূর্বের সংবাদ)