অসহায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ
রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার
ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষাক্ষেত্রে প্রসার ঘটানোসহ সার্বিক কল্যাণে যুগোপযোগী ভূমিকা ও অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১ম বারের মত রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী বিশিষ্ট সমাজ সেবক, ব্রাহ্মনবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার ।
আগামী ৩ ডিসেম্বর ২০১৭ ইং তারিখে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক “বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে” আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আল মামুন সরকারকে এই সম্মাননা প্রদান করা হবে।
উল্লেখ্য, পরিচচ্ছন্ন রাজনৈতিক, সৎ নিষ্ঠাবান ও সাদা মনের ব্যক্তিত্ব হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে আল মামুন সরকার এর সুখ্যাতি রয়েছে।