ময়লা আর্বজনা নির্দৃষ্ট স্থানে ফেলার সু-অভ্যাস গড়ে তুলতে হবে:: মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন পৌরসভার প্রত্যেক এলাকাতেই পয়নিষ্কাশনের পানি নির্গমনের জন্য ড্রেন নির্মাণ করা হয়েছে। নতুন নতুন ড্রেন নির্মাণ ও সংস্কারের কাজ চলমান আছে। অনেক মানুষ পৌরসভার ড্রেনের উপর ময়লা ফেলে। এতে ড্রেনেজ ব্যবস্থা বাধা গ্রস্থ হয়। ময়লা পানি রাস্তায় উপচে পরে। এতে অল্প বৃষ্টিতেই শহরের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তার স্থায়ীত্ব নষ্ট হয় আর সাধারণ মানুষ চলাচলের দূর্ভোগের স্বিকার হয়। তিনি নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা-ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন ময়লা আর্বজনা নির্দৃষ্ট স্থানে ফেলার সু-অভ্যাস নিজের পরিবার থেকেই শুরু করা উচিৎ। এ বিষয়ে জনসচেতনতা তৈরী করতে সকলকে কাজ করতে হবে।
মেয়র গতকাল সকালে মেড্ডা সিওঅফিস সংলঙ্গ রাস্তা সংস্কার কাজ পরিদর্শন কালে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম পৌরসভার সহকারি প্রকৌশলী কাউছার আহমেদ, রবি মাস্টার, মোঃ সফর আলী, মোঃ নাছিম মিয়া, মোঃ শফিকুল ইসলাম, সুমন দত্ত, মোঃ কুতুব হোসেন, একেএম মনিরুজ্জামান, মোঃ শামিম মিয়া প্রমুখ।