মেজর জহির ছিলেন একজন ন্যায়পরায়ন, সত্যবাদী ও ধার্মিক রাজনীতিবিদ:: স্মরণ সভায় আল মামুন সরকার
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব আল মামুন সরকার বলেছেন, প্রয়াত মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক ছিলেন একজন ন্যায়পরায়ন, সত্যবাদী ও ধার্মিক রাজনীতিবিদ। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। আমাদের বর্তমান সময়ে মেজর জহিরের মত আদর্শবান রাজনীতিবিদ বেশি প্রয়োজন ছিল। তিনি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি। যে বিষয়টি ন্যায় সঙ্গত ও সঠিক বলে মনে করেছেন তিনি সেটাই বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন। মেজর জহিরের স্মৃতি আমাদের মধ্যে চির অম্লান হয়ে থাকবে।
তিনি গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের প্রয়াত ভারপাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীরপ্রতীকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কালাম ভূইয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক চৌধুরী আফজাল হোসেন নিছার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শাহ আলম, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা আওয়ামী লীগ নেতা এডঃ এমদাদুল হক চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রয়াত মেজর অবঃ জহিরুল হক খানের ছোট ভাই জাহাঙ্গীর কবির খান দুলাল, জেলা যুবলীগের প্রচার সম্পাদক এডঃ এনামুল হক কাজল, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, যুবলীগ নেতা উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল। স্মরণসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সম্পাদক স্বপন রায়, জেলা যুব মহিলালীগের সহ সভাপতি মুক্তি খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সাইদুল ইসলাম জুয়েল, সজরুল হক সুজন, মোঃ জহির মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল হাসান, মোঃ লিটন, রাজন আহমে পিয়াস, এডঃ আক্কাস আলী, অনুপম দাস, সালাউদ্দিন, দিদার মিয়া, সাগর চান, স্বপন মিয়া, মোঃ জাকির মিয়া, শহর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামীমা আক্তার, জেলা উলামা সমন্বয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল্লাহ্, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহদাত হোসেন শোভন, সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ শ্রাবণ প্রমুখ। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল পরিচালনা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আনোয়ার হোসেন।প্রেস রিলজ