Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র উদ্যোগে স্কুল ড্রেস বিতরণ, মিড ডে মিল ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

মিড ডে মিল কর্মসূচীর শতভাগ বাস্তবায়নের দ্বারপ্রান্তে আমরা –ইউএনও জান্নাতুল ফেরদৌস

+100%-

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সভাপতির উদ্যোগে স্কুল ড্রেস বিতরণ, মিড ডে মিল ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) এর সভাপতি মোঃ ফরহাদ সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর বিআরডিবি’র চেয়ারম্যান এম এ এইচ মাহবুব আলম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ আকন্দ। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন আলমগীরের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম শাহিনুর।

প্রধান অতিথির বক্তব্যে জান্নাতুল ফেরদৌস বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার লক্ষ্যকে সামনে রেখে গত ২০১৬ সাল থেকে আমরা টিফিন বক্স বিতরণ কর্মসূচী হাতে নিয়েছিলাম এবং বাস্তবায়নও সম্ভব হয়েছে। বর্তমানে মিড ডে মিল কর্মসূচীর শতভাগ বাস্তবায়নের দ্বারপ্রান্তে আমরা। এই কর্মসূচীর কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় শিশুদের প্রাথমিক বিদ্যালয় থেকে ঝড়েপড়া রোধ হবে। আমরা এখন মিড ডে মিলের পাশাপাশি স্কুল ড্রেস বিতরণ কর্মসূচীর কাজ করছি। আশাকরি চলতি বছরেই আমাদের এই কর্মসূচীটি পুরোপুরি বাস্তবায়ন করতে পারব। সরকারের প্রাথমিক শিক্ষানীতির শতভাগ সফলতা আনার লক্ষ্যে আমরা শিক্ষা বিভাগকে সাথে নিয়ে একযোগে কাজ করে যাচ্ছি। আমাদের কর্মসুচী বাস্তবায়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
পরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ, মিড ডে মিল ও বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)






Shares