মাহাবুবুল হুদা ভূঞা ছিলেন প্রকৃত অর্থেই একজন গণমানুষের নেতা–আল মামুন সরকার
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জননেতা আল মামুন সরকার বলেছেন, গণমানুষের নেতা মাহবুবুল হুদা ভূঞা মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বের দিনগুলিতে জাতীয় পর্যায়ের ছাত্রলীগ নেতা হিসাবে ব্যাপক ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে অসামান্য অবদান রাখেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি দেশগঠন,অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মনোনিবেশ করেন। তিনি ছিলেন একজন প্রকৃত অর্থেই একজন গণমানুষের নেতা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতেন। আওয়ামী রাজনীতির চরম দু:সময়ে তিনি দলের পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে আওয়ামীলীগের পতাকাকে সমুন্নত রাখেন।
তিনি বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গণমানুষের নেতা,মুক্তিযুদ্ধের সংগঠক মাহবুবুল হুদা ভূঞার ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন।
এসময় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি পৌর মেয়র মিসেস নায়ার কবীর।
লা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি মুজিবুর রহমান বাবুল,জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা,জেলা কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ,জেলা যুবলীগ সিনিয়র সহসভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন,বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ,পরিবারের পক্ষে বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী ভূঞা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন,শহর আওয়ামীলীগ সভাপতি মুসলিম মিয়া,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার,মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ,শহর আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোহেল,জেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক আশরাফ খান আশা,শহর যুবলীগ আহবায়ক আমজাদ হোসেন রনি,যুগ্ম-আহবায়ক আলামিন সওদাগর,জেলা ছাত্রলীগ যুগ্ম-সম্পাদক মোমিন মিয়া,সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল,কলেজ ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শোভন,সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ শ্রাবন।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জননেতা আল মামুন সরকার এর নেতৃত্বে বুধবার সকালে জেলা আওয়ামীলীগ,সর্বস্তরের মুক্তিযোদ্ধা,মাহবুবুল হুদা ভূঞা স্মৃতি পরিষদ ও ভাদুঘর মাহবুবুল হুদা ভূঞা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়।