ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার ৫টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডেস্ক ২৪:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশুগঞ্জে নতুন তিনটি বিদ্যুৎ কেন্দ্রের, সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে বলভদ্র সেতুর উদ্বোধন সহ ব্রাহ্মণবাড়িয়া শহরের ওভারপাসের ভিত্তি প্রস্তর স্হাপন করেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এসব প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হল রুমে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাংসদ ফয়জুর রহমান বাদল, বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫টি নতুন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। এর মধ্যে আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্ল্যান্ট ও আশুগঞ্জ মিডল্যান্ড ৫১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট -এই তিনটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হল। বাকি দুটি নতুন বিদ্যুৎ কেন্দ্র খুব শিগগিরই উৎপাদনে আসবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।তিন হাজার ছ’শো আটাশি কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্র তিনটির জ্বালানি সক্ষমতা ৪০ ভাগ এবং উৎপাদন খরচ হবে ইউনিট প্রতি তিন টাকা।
দীর্ঘ প্রতীক্ষার পর লাখাই-নাসিরনগর-সরাইল সড়কে মানুষের দীর্ঘদিনের স্বপ্নের বলভদ্র নদীর বলভদ্র সেতুর দ্বার উম্মোচন হওয়ায়হবিগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকার দূরত্ব কমিয়ে আনবে ৪৫ কিলোমিটার। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ও হবিগঞ্জের লাখাই উপজেলার সাথে সংযোগ স্থাপিত হবে। সময় সাশ্রয় হবে প্রায় ১ ঘন্টা।জনপথ অধিদপ্তর সূত্রে জানা যায়,২১ কোটি ৮৫ লক্ষ ৭৭ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হয়েছে। সেতুটির র্দৈঘ্য ২১৭ দশমিক ৬৮ মিটার ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার।২০১১ সালে বলভদ্র নদীর উপর মূল ব্রীজ নিমার্ণের আগে বিকল্প বেইলি সেতু নির্মাণের স্থান নির্ধারনের জটিলতায় দীর্ঘদিন ব্রিজের নিমার্ণ কাজ বন্ধ থাকে। পরে বিশেষজ্ঞদের প্রস্তাব অনুযায়ী হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকড়ি ও নাসিরনগর উপজেলা ফান্দাউক বাজার দুটির বাইপাস সড়কের সোজাসোজি স্থানটি নির্ধারিত হয়। প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের মতামতকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবিত স্থানে দ্রুত ব্রিজ নিমার্ণের জন্য নিদের্শ দেন। এর ফলে ব্রিজ নির্মাণের অনিশ্চয়তা কেটে যায়। দুই উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ফান্দাউক বলভদ্র নদীর উপর সেতু নিমার্ণ কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।