ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা করতে হবে — পৌর মেয়র নায়ার কবির
গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে পৌরসভা ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-১ আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, প্যানেল মেয়র-০২ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইন, সংরক্ষিত কাউন্সিলর হালিমা মুর্শেদ কাজল, সালমা বেগম, পৌর সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, বস্তি উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাজবাহুল ইসলাম বকুল, স্বদেশি’র নির্বাহী পরিচালক সৈয়দ আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর রেজাউল করিম ভূইয়া।
সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা করতে হবে। শিশুদের পুষ্টিহীনতা রোধ করার লক্ষ্যেই সরকার সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। তাই নির্ভয়ে অভিভাবকদের শিশুদেরকে ভিটামিন এ প্লাস নির্দিষ্ট সময়ে খাওয়াতে হবে।