ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলায় সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিত
ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলায়”সৃজনে উন্নয়নে বাংলাদেশ “শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী সাংস্কৃতিক মন্ত্রণালয় সহযোগীতায় ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো জাহাঙ্গীর আলম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড.তাসনিম খানম নিশাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,সরকারি-বে সরকারি কর্মকতা-কর্মচারী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা ।
অনুষ্ঠান শেষে লাঠি খেলা, কাবাডি খেলা ও লোকজ গানসহ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া উৎসবের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য এ মেলায় ১৫ স্টল প্রদর্শনী করে।
« নবীনগরে ঋণের চাপে এক ব্যাক্তির আত্মহত্যা! (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মতবিনিময় সভা »