ব্রাহ্মণবাড়িয়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন চলছে
শান্তিপূর্ণ পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভোটগ্রহন শুরু হয়েছে। এবারই প্রথমবারের মত এই পৌরসভায় ইভিএমে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টা থেকে ৪৮ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভীড় করছেন। নির্বাচনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।
জেলা নির্বাচনী কর্মকর্তা জানান, মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর ১৫ জনসহ ৭৮ জন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ টি ওয়ার্ডে ১ লক্ষ ২০ হাজার ৫০৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ জন ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন। নির্বাচনে পুলিশের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুর র্যাব ও স্ট্রাইকিং ফোর্সসহ আনসার বাহিনী দায়িত্ব পালন করছে।