Main Menu

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া শহর যুবলীগের আলোচনা

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলি নতুনভাবে কাজ করা হবে — মোকতাদির চৌধুরী এমপি

+100%-

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহর যুবলীগের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, শাহ আলম সরকার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ্ বাহার, জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন প্রমুখ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আলী আজম, যুবলীগ নেতা এমরান হোসেন মাসুদ, ইমরান আলী মামুন, আকবর হোসেন লিটন, আল আমিন সওদাগর প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ। দলে কোন কোন্দল বা বিভ্রান্তি নেই। একটি মহল যারা নির্বাচন আসলেই দলের প্রার্থীদের বিরোধী করে থাকেন, নৌকার বিরুদ্ধে নির্বাচন করেন, সে সব ষঢ়যন্ত্রকারীরা ফেইসবুকে বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়ে থাকেন, দলীয় নেতাকর্মীদেরকে তাদের বিরুদ্ধে সতর্ক হয়ে আসামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলি নতুনভাবে কাজ করা হবে। এই শহরকে আধুনিকভাবে সাজানোর কাজ করতে চাই। তাই আমাদের সকলের সম্মলিতভাবে কাজ করতে হবে।






Shares