ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে চাই — পৌর মেয়র নায়ার কবির
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে সেবা প্রদানের প্রক্রিয়া সহজিকরণ, স্বচ্ছতা নিশ্চিতকরণ ও দুর্নীতিমুক্ত পৌর প্রশাসন গড়ার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে এবং পৌর সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, বস্তিউন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, উপ সহকারী প্রকৌশলী আতাউর রহমান, সুমন দত্ত, স্যানিটারী ইন্সপেক্টর রেজাউল করিম, কর আদায়কারী মোঃ ইলিয়াছ মিয়া, কর নির্ধারক এস এম আলমসহ পৌরসভার কর্মরত অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে হবে। পৌর নাগরিকদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানে পৌর প্রশাসনকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। তিনি এ সময় স্বচ্ছতার সহিত সেবা প্রদানকারী স্টাফদেরকে পুরস্কৃত করার ঘোষণা দেন।