Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিল হস্তান্তর

+100%-

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির পাঠকদের জন্য বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিল ১৫ খন্ড লাইব্রেরির কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেন। যা ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির অগণিত পাঠকদের এদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সহায়ক ভূমিকা রাখবে। আজ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত এই ১৫ খন্ড স্বাধীনতাযুদ্ধ দলিল লাইব্রেরির পাঠক তথা সর্ব সাধারণের অধ্যয়নের লিমিত্ত উন্মুক্ত রাখা হবে।

হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, মহিলা আসনের সংসদ সদস্য এডঃ ফজিলাতুন্নেছা বাপ্পী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সহ সভাপতি আল মামুন সরকার, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ্, জেলা পরিষদের নির্বঅহী সদস্য জহিরুল ইসলাম ভূইয়া, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণি সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল আলম বাবু প্রমুখ।






Shares