ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ এর উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত।
আগামী ২৪ শে জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ এর ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের পূণর্মিলনী -২০১৭ উৎযাপন করার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ এর নির্দেশ মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ এর উদ্যোগে গত ১৭ ই জানুয়ারি এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী তে বিকাল ৩ ঘটিকার সময় শুরু হওয়া এই কর্মী সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ এর বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ এর বিপ্লবী সভাপতি এডভোকেট মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ এর সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দ্বায়িত্বপ্রাপ্ত নেতা জনাব মোঃ আল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ এর উপ-সাংস্কৃতিক সম্পাদক জনাব শাহিন আলম ও সহ-সম্পাদক জনাব মহসিন উদ্দিন হিমন ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা ছাত্রলীগ এর সম্মানিত সদস্য মোঃ বায়েজিদ মোস্তফা। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ এর সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ এর সহ সভাপতি আনিসুর রহমান রনি, আকরামুল ইসলাম, আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, দপ্তর সম্পাদক ও পৌর ডিগ্রী কলেজ ছাত্রলীগ এর সভাপতি সাইদুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগ এর সিনিয়র সহ সভাপতি শেখ রাসেল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রায়হান, নবীনগর উপজেলা ছাত্রলীগ এর সভাপতি আব্দুল্-আল-রোমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মারুফ আহমেদ রনি, সাধারণ সম্পাদক মঈনুল হক মামুন, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগ এর সভাপতি শাহাদাৎ হোসেন শোভন, সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ খান শ্রাবণ,সরাইল উপজেলা ছাত্রলীগ এর সাবেক সহ সভাপতি সানাউল্লাহ গিয়াসউদ্দিন সেলু, শহর ছাত্রলীগ এর যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম হৃদয় প্রমুখ।
সভায় বক্তারা আগামী ২৪ তারিখ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য পূণর্মিলনী সফল করার লক্ষ্যে স্ব স্ব ইউনিট থেকে সর্বাত্মক সহযোগিতা এবং সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব আল আমিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ কে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে থেকে অতীতের ন্যায় সুনাম অক্ষুণ্ণ রেখে ২৪ তারিখের মিলনমেলায় সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার আহবান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ এর সহ সভাপতি রিফাত রহমান শরীফ, জিদনী ইসলাম, কাউসার মিয়া, সাংগঠনিক সম্পাদক সুজন দত্ত, জাকির হাসান, আব্দুল কাদের অন্তু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মহসিন মোল্লা, অর্থ সম্পাদক সেলিম মোল্লা, ধর্ম সম্পাদক হাফেজ ইমরান, সমাজসেবা সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আমজাদ হাজারী কাজল,, উপ-দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, সহ-সম্পাদক জোবায়দুর রহমান সায়মন, অণিক পাল, তানভীর ইসলাম, সদস্য কাজী আশিক, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী খায়রুল আলম , শহর ছাত্রলীগ এর আহবায়ক মিকাঈল হোসেন হিমেল প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি
« “মা-বাবাকে রোজগার করে খাওয়াতে পারলেই খুশি হবো” (পূর্বের সংবাদ)