ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের সাফল্য : ০১টি সিএনজিসহ ০৩ (তিন) ছিনতাইকারী গ্রেফতার
প্রেস রিলিজ:: গত ০৫/০১/২০১৭খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ মফিজুর রহমান ভূইয়া এর নেতৃত্বে এএসআই মোঃ ফারুক, এএসআই শ্রী অর্জুন রায়, এএসআই মোঃ আঃ মালেক সংগীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন থোল্লাকান্দি হতে ছিনতাইকৃত নাম্বার বিহীন ০১টি সিএনজি ব্রাহ্মণবাড়িয়া শহরে আনয়নের প্রাক্কালে কাউতলী ব্রীজের উত্তর পার্শ্বে আটক করে ছিনতাইকারীদেরকে গ্রেফতার করে।
ধৃত আসামী (১) মোঃ সাইদী(২৬), পিতা-দানেস মিয়া, সাং-শ্যামগ্রাম(পূর্বহাটি), থানা-নবীনগর,(২) মোঃ আলমগীর(২২), পিতা-মৃত মিজান মিয়া, সাং-শ্যামগাম দক্ষিনপাড়া, থানা-নবীনগর, (২) আকাশ(২৬), পিতা-মৃত আব্দুল কাদের মিয়া, সাং-শ্যামগ্রাম(গল্লাপাড়া) নবীনগর, সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের দখল হতে ১টি সিএনজি উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার এএসআই মোঃ ফারুক বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় এজাহার দায়ের করলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-১০, তারিখ-০৫/০১/২০১৭, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোর্ড রুজু হয়।মামলাটি জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর নাজির আহাম্মদ তদন্ত করিতেছেন।