ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উদ্দ্যেগে দুর্নীতি প্রতিরোধে মানব বন্ধন
অদ্য (শনিবার) সকাল ১০.০০ টার দিকে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় প্রেসক্লাবের সামনে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্দ্যেগে আন্তর্জাতিক দুর্নীতি দমন ও প্রতিরোধ দিবস পালন উপলক্ষে এক বিশাল মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধন ও আলোচনা সভায় এ.ডি.সি. জেনারেল আসাদুজ্জামানের সভাপত্বিতে জেলা প্রশাসক মোঃ রেজওয়ানুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মানব বন্ধন ও আলোচনা সভায় সকল সরকারি ও বেসকারির প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ সহ জেলা খাদ্য নিয়ন্ত্রক সাজ্জাদ হোসেনের নির্দেশনায় সহকারী খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) কাউসার সজীবের নেতৃত্বে খাদ্য পরিদর্শক উম্মে মাশুরা বেগম, উপ-খাদ্য পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, সহকারী উপ-খাদ্য পরিদর্শক সায়িম আহাম্মেদ, কুসুম সূত্রধর, জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের ফরিদ মিয়া, নাসির নগরের খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম, খাদ্য অধিপ্তরের সুলতান আহাম্মেদ, ইয়াসমিন আক্তার, আইরিন বেগম, রফিকুল ইসলাম, আলম আহাম্মেদ, সামসুল হক, মোঃ শাহজাহান ভূইয়া সহ আরও অনেকে দুর্নীতি প্রতিরোধে উক্ত মানব বন্ধন ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।