Main Menu

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন “বিশ্বপ্রামান্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভ করায়

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ নভেম্বর “অানন্দ শোভাযাত্রা’র উদযাপনে প্রস্তুুতিমূলক সভা

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষন ইউনেস্কোর”মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশাল রেজিস্টার ” এ অর্ন্তভূক্তির মাধ্যমে”বিশ্বপ্রামান্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে সারাদেশে একইদিনে “অানন্দ শোভাযাত্রা’র মাধ্যমে উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সহসভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, আওয়ামী জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূইয়া, প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ জেলায় সরকারী সকল অধিদপ্তরের প্রধান ও প্রতিনিধিগন।

 






Shares