ব্রাহ্মণবাড়িয়ায় সনাকের উদ্যোগে বিজয় দিবসের শোভাযাত্রা ও বিশেষ দুর্নীতি বিরোধী প্রচারণা
১৬ ডিসেম্বর ২০১৭, ব্রাহ্মণবাড়িয়াঃ মহান বিজয় দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এবং টিআইবির ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের অংশগ্রহণে সকাল সাড়ে ৭ টায় শহরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কোর্ট রোড থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন মৌসুমি আক্তার, সোহাগ, পাভেল মোল্লা, মহিমা আক্তার, অপূর্ব দাস, মোঃ তানভীর, শাকেরা আক্তার, সুখ রঞ্জন দাস, মাহমুদুল হুদা, জেসমিন আক্তার, এমদাদ উল্লাহ, সূচনা সরকার, নাসরিন বেগম, সুফিয়া আক্তার, মেহেরি আফরোজা, পপি আক্তার, উম্মে হাবিবা, শেখর দেবনাথ, রিয়াজ আহমেদ, আসমা আক্তার, ইলিয়াস শিকদার, তারিকুল ইসলাম প্রমুখ। সনাক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, অধ্যাপক শফিকুল বারি, আব্দুন নূর, ডাঃ মেজবাহ উদ্দিন প্রমুখ।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয়মেলায় টিআইবির ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের অংশগ্রহণে বিশেষ দুর্নীতি বিরোধী প্রচারণা চালানো হয়। এতে মেলায় আগত দর্শনার্থীদের তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে অবহিত করা হয় ও তথ্য প্রাপ্তির আবেদনপত্র হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং স্বাস্থ্য, শিক্ষা, ভূমি, জলবায়ু সম্পর্কে তথ্য প্রদান করা হয়। এছাড়া দর্শনার্থীদের জন্য দুর্নীতি বিরোধী নাটক প্রদর্শনী, কার্টুন প্রদর্শনী এবং গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়।সংবাদ বিজ্ঞপ্তি