Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মিছিলে পুলিশের বাধাঁ, রাবার বুলেট নিক্ষেপ

+100%-

ফাইল ছবি

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির মিছিলে পুলিশ বাধা দেয়।

সকালে শহরের পাওয়ার হাউজ রোড এলাকা থেকে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক টিএ রোড এলাকায় আসার চেষ্টা চালায়। এসময় পুলিশ বাধাঁ দেয়।

মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ ৫/৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বলে নেতাকর্মীরা জানায়।

পরে কান্দিপাড়ার মাল গুদাল এলাকায় প্রতিবাদ সমাবেশ করে।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক এবিএম মোমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ভিপি জহিরুল ইসলাম লিটন, যুবদল আহবায়ক মনির হোসেন, ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন রাবার বুলেট নিক্ষেপের বিষয়টি নাকচ করে দেন।






0
0Shares