Main Menu

জেলা প্রশাসনের উদ্যোগে

ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

+100%-

bumপ্রতিনিধি:: উন্নয়নের গনতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র শ্লেøাগানকে সামনে রেখে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার শুরু হয়েছে।
বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত উন্নয়ন মেলা সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বড় পর্দার মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য মেলায় আগতদের দেখানো হয়। এসময় স্থানীয়ভাবে ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রেজওয়ানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, পৌর মেয়র  মিসেস নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার।
উন্নয়ন মেলায় ব্রাহ্মণবাড়িয়ার সকল সরকারী ও বে-সরকারি  অফিসের পক্ষ থেকে ৫৩ টি স্টল তাদের কার্যক্রমের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনগনকে উদ্বুদ্ধ করতে অংশ গ্রহন করেন। স্টলগুলোর মধ্যে রয়েছে -জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, জেলা রাজস্ব অফিস, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি, সিভিল সার্জন, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, জেলা সমবায় বিভাগ,  বন বিভাগ, কৃষি বিভাগ, ব্র্যাক এনজিও, বিসিক শিল্পনগরীসহ সকল বিভাগ সমূহ।
এর আগে গতকাল সোমবার সকালে স্থানীয় ফারুক পার্ক থেকে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।






Shares