Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ৫ গুণীকে সম্মাননা

+100%-


ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি।

রোববার সন্ধ্যায় সুর সম্ম্রাট ওস্তাত আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মানা দেয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, অধ্যাপক আব্দুর নূর, সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, কবি জয়দুল হোসেন, নরেশ চন্দ্র বণিক, সাধন চন্দ্র ভৌমিক।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া (সদর ও বিজয়নগর) -৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলার সাধারণ সম্পাদক ওসমান গণি সজিব।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে ও আলেয়া জাহান তৃপ্তির সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কবি আবু হাসান শাহ্রিয়ার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়ার নায়ার কবির, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহ্, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার সহ প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী বলেন, সংস্কৃতি ও রাজনীতি একে অন্যের পরিপূরক। একটিকে বাদ দিয়ে অন্যটির উন্নয়ন সম্ভব নয়। তাই সংস্কৃতির উন্নয়নে রাজনীতিক ও সংস্কৃতি কর্মীদের মধ্যে আরো জোরালো সম্পর্ক স্থাপন করতে হবে। তিনি বলেন, আমরা এখনও ওয়েল কালচার্ড ( সুস্থ সংস্কৃতি) দেশ হতে পারিনি। তবে সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা তা অর্জন করেত সক্ষম হব।

আলোচনা শেষ মনোজ্ঞ সাংঙ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 



« (পূর্বের সংবাদ)



Shares