ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রবিবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে জেলা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এর আগে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শামীম মোল্লার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হাফিজুর রহমান মোল্লা কচি।
বিশেষ অতিথি ছিলেন, এডঃ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এডঃ আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক এ. বি. এম মোমিনুল হক, সাবেক প্রচার সম্পাদক নজীর উদ্দিন আহমেদ, সাবেক সমাজ ক্যলাণ সম্পাদক আবু শামীম মোঃ আরিফ, যুবদলের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান আজম, মহিলা দলের সভানেত্রী এডঃ ইসমত আরা, যুবদলের আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, শহর যুবদলের আহবায়ক তানিম শাহেদ রিপন, সদস্য সচিব এডঃ আরিফুর হক মাসুদ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বুলবুল আহমেদ মুসা, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাশেদ কবির আখন্দ, যুগ্ম সম্পাদক আজহার হোসেন চৌধুরী দিদার, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, শাহীন , সাদ্দাম, সদর থানা ছাত্রদলের আহবায়ক আশিকুল ইসলাম সুমন, যুগ্ম আহবায়ক মোল্লা সালাহউদ্দিন, সদস্য সচিব তানভীর রুবেল, শহর ছাত্রদলের আহবায়ক সাঈদ হাসান সানি, সদস্য সচিব মাহমুদুর রহমান মান্না, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা প্রমুখ।
আলোচনায় বক্তরা বলেন, সংগ্রাম, ঐতিহ্য ও অর্জনের সংগঠন হল জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের অতীত ইতিহাস অনেক উজ্জ্বল। ছাত্রদল রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। বক্তারা আরো বলেন, ছাত্রদলের প্রধান বৈশিষ্ট্যই হল উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করা। সর্বশেষে বর্তমান বাকশাল সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই বাকশাল সরকারের পতন ঘটানোর জন্য ছাত্রদলকে আবারো মাঠে নামতে হবে।
প্রেসবিজ্ঞপ্তি