ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে গঠিত হয়ে গেল “শিশু বান্ধব প্ল্যাটফর্ম”
বাংলাদেশ শিশু একাডেমী’র তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশের একমাত্র জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর উদ্যোগে ২৯ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে সকাল ১১.৩০ মি: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “শিশু বান্ধব প্ল্যাটফর্ম” গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আয়েশা আক্তার, উপ-পরিচালক, স্থানীয় সরকার, আল-মামুন সরকার, সাধারন সম্পাদক, জেলা আওয়ামীলীগ, আবু সাঈদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখা পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ শিশুদের বন্ধু ও জেলার বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিগণ।
সভাটি পরিচালনা করেন মাহ্ফুজা আখতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া। এনসিটিএফ’র কার্যক্রম এবং ভবিষৎ পরিকল্পনা উপস্থাপন করেন সাফয়েত জামিল নওশান, এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং এনসিটিএফ জেলা কমিটির সভাপতি ইফতেখার প্রত্যাশা। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা এনসিটিএফ’র বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
উক্ত সভায় এনসিটিএফ জেলা কমিটি সদ্য বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা এবং বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ শুভেচ্ছা উপহার প্রদান করেন। “শিশু বান্ধব প্ল্যাটফর্ম” গঠনের পরে এনসিটিএফ’র ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলকে নিয়ে সভার সভাপতি ও জেলা প্রশাসক কেক কাটেন।