সফল সমাজকর্মী হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা লাভ করায়
ব্রাহ্মণবাড়িয়ায় আল মামুন সরকারকে অভিনন্দন অব্যাহত
প্রতিবন্ধীদের সেবা, শিক্ষা ও পুর্ণবাসনে অনন্য ভূমিকা ও অবদানের জন্য বিশিষ্ট সমাজসেক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার “সফল সমাজসেবক হিসাবে” রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা অর্জন করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। গতকাল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আল মামুন সরকারের কার্যালয়ে এ অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাংগীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, আব্দুল হকসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানবৃন্দ।
ফুলের শুভেচ্ছা প্রদানকালে নেতৃবৃন্দ তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও গতকাল আল মামুন সরকারের কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নাসিরনগর উপজেলার নেতৃবৃন্দ, সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা বাস মিনিবাস মালিক সমিতি, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ, জেলা মহিলা আওয়ামী লীগ, নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান গোলাম সামদানী পিয়ার, সরকারী কর্মকারী কল্যাণ পরিষদ, নাটাই দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।