ব্রাহ্মণবাড়িয়ার ৪ উপজেলায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত, বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত
ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর, নবীনগর, সরাইল, আশুগঞ্জে দমকা হাওয়াসহ বৃষ্টি হয়েছে। এছাড়া অন্যান্য উপজেলায় দমকা হাওয়া বয়ে গেছে। এতে বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।আর দমকা ও ঝড়ো বৃষ্টিতে সরাইলের অরুআইলে করোনার জন্য স্থাপিত হওয়া অস্থায়ী বাজার লন্ডভন্ড হয়ে গেছে।দুপুর ১ টা থেকে ২টা পর্যন্ত এ দমকা হাওয়া ও বৃষ্টিপাত হয়।
বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ার তথ্য পাওয়া গেলেও এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, কয়েকদিনের টানা গরমের পর বৃষ্টির দেখা পেয়ে স্বস্তিতে ব্রাহ্মণবাড়িয়াবাসী।
« কাউতলী উন্নয়ন কমিটির উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ার করোনা আক্রান্ত চিকিৎসকের সাথে ময়মনসিংহে দূর্ব্যবহার, অভিমানে ফেসবুকে স্ট্যাটাস »