ব্রাহ্মণবাড়িয়ার চাপুইর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চাপুইর গ্রামের দু’গোষ্ঠীর সংর্ঘষে নারীসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছে।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের চাইপুর গ্রামের আকরব বাড়ির অটোরিক্সা চালক রফিকুল ইসলামের গাড়ি চিনাইর বাজার এলাকায় ধাক্কা দেয় একই গ্রামের মধ্যপাড়ার ইসরাইল ভূইয়া (২০)।
এতে সে সামান্য আহত হয়।
এ ঘটনার পর শনিবার সকালে অটোরিক্সা চালক রফিকুল ইসলাম চাপুইর বাজারে গেলে মধ্যপাড়ার লোকজন তাকে মারধর করে।
খবর পেয়ে সকাল ৭টার দিকে চাপুইর বাজারের পূর্ব পার্শ্বে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়।
প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলসহ উভয়পক্ষের কমপক্ষে ৩০জন আহত হয়।
আহতদের মধ্যে হিমেল, শাহ আলম, পারভেজ, হেলাল, মনির, রফিক, ইব্রাহিম, জাহাঙ্গীর, খোকন, উজ্জল, অপূর্ব, কবির, আঁখি, বাবলু, শাফি মিয়া, সুহেল, ইসরাইল, এমদাদ, আজমাঈন, মোজাম্মেল, মামুন, এবায়দুল, আলকু, বাবলু, রফিক, নুরু, আলীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন সংঘর্ষের ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি। তবে খোঁজ খবর নিচ্ছি।