ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান কাজী নাজমুল হক নাজু পুনরায় বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার



বাংলাদেশ স্কাউটস আন্দোলনের অন্যতম নেতৃত্ব, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান কাজী নাজমুল হক নাজু পুনরায় বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) হিসেবে নিয়োগ পেয়েছেন।বাংলাদেশ স্কাউটস এর গঠন ও নিয়মের ৩২ ধারার বিধান অনুযায়ী প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান স্বাক্ষরিত পত্রে এ নিয়োগ দেয়া হয়েছে। কাজী নাজমুল হক নাজু এর পূর্বেও সফলতার সাথে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান বরেণ্য স্কাউটস ব্যক্তিত্ব কাজী নাজমুল হক নাজু জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর সহ সভাপতি ফরিদ আহমেদ খান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ কাজল,কোষাধ্যক্ষ এবিএম আবুল হাশেম, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহেদ আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সদর উপজেলা স্কাউটস এর সম্পাদক জহুর আহমেদ সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর নেতৃবৃন্দ, স্কাউটার স্কাউটস বৃন্দ। বিবৃতিদাতারা কাজী নাজমুল হক নাজুর উত্তরোত্ত্র সুখ সমৃদ্ধি সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করেন এবং এই পুনরায় তিনি এ নিয়োগ পাওয়ায় বাংলাদেশ স্কাউটস এর কার্যক্রম আগামী দিনে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।